Sob Sokhire Par Korite Lyrics // সব সখিরে পার করিতে নেব আনা আনা
Sob Sokhire Par Korite Lyrics টি আমার কাছে খুব পছন্দের একটি গান। এই গানটি নেয়া হয়েছে সুজন সখি ছবি থেকে । গানটি সুর করেছেন সাবিনা ইয়াছমিন এবং এন্ড্রু কিশোর।
Sob Sokhire Par Korite Lyrics
সব সখিরে পার করিতে নেব আনা আনা
তোমার বেলায় নেব সখি তোমার কানের সোনা
সখি গো, আমি প্রেমের ঘাটের মাঝি
তোমার কাছে পয়সা নিব না।।
ও সুজন সখিরে
প্রেমের ঘাটে পারাপারে দরাদরি নাই
মনের বদল মন দিতে হয়
প্রেমের কথা জানিনা, মনের বদল করি না
পাড়ের কড়ি লইবা যদি লও
আরও পড়ুন : অশ্রু দিয়ে লেখা | Ashru Diye lekha
থাকো সখি ঋণী থাকো কড়ি লব না
সখি গো, আমি প্রেমের ঘাটের মাঝি
প্রেম ছাড়া প্রাণে বাঁচি না
ও ঘাটের মাঝিরে
ভূতের মুখে রাম নাম আর লইও না
লজ্জা শরম আছে কি বা নাই
রাম শাম জানি না ভূতের বাড়ি চিনি না
তোমায় সখি ঘরে নিবার চাই
তুমি বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইয়ো না
বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইয়ো না
মাঝি গো, ও আমি ফুলের বালা ফুলে
আমার দিকে নজর দিয়ো না
ও সুজন সখিরে
প্রেমের হাটের বেচা কেনায় কুল মান নাই
মনের বদল মন দিতে হয়
মনের মত মন মাঝি চেনা বড় দায়
আসল কি বা নকল কারে কয়
যেমন খুশি তেমন করে যাচাই করে লও
সখি গো, আমি প্রেমের ঘাটের মাঝি
মাঝ দড়িয়ায় নাও ডুবাবো।।
সব সখিরে পার করিতে নেব আনা আনা
তোমার বেলায় নেব সখি তোমার কানের সোনা
সখি গো, আমি প্রেমের ঘাটের মাঝি
তোমার কাছে পয়সা নিব না।।