Pixel Experienc Rom কি ?
আস্সালামুআলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভাল আছেন । আজকে আমি আপনাদেরকে Pixel Experience Rom কি এবং কিভাবে প্রিক্সেল এক্সপ্রিয়েন্স রম ডাউনলোড করবেন সেই বিষয় নিয়ে ব্লগ শেয়ার করতে যাচ্ছি। এমন খুব কম লোক ই আছি যারা প্রিক্সেল এক্সপ্রিয়েন্স রম কথাটি শুনে নাই বিশেষ করে আমরা যারা এন্ড্রয়েড ইউজার আছি। আমার এই ব্লগে আজকে থাকছে pixel Exprience Rom কি, কি কাজে লাগে এবং কীভাবে ডাউনলোড করে ব্যবহার করবেন তার বিস্তারিত আলোচনা। তাই শুরু থেকে শেষ অবধি পড়ার জন্য অনুরোধ থাকল। এতে আপনিই লাভবান হবেন। অনেক কিছু শিখতে ও জানতে পারবেন।
পিক্সেল এক্সপেরিয়েন্স রম কি (What is Pixel experienc ROM )
পিক্সেল এক্সপেরিয়েন্স রম হল একটি জনপ্রিয় এওএসপি বেইজড কাস্টম রম । আরো সহজ ভাবে বললে বলা যায় এটি একটি স্টক এন্ড্রয়েড রম। সাধারণত যেসব এন্ডয়েড ডিভাইসগুলোতে পিক্সেল আছে বা স্টক এন্ড্রয়েড ডিভাইস আছে সেগুলোতে কোন ধরনের ওএস বা ইউআই থাকে না । এটি দেখতে অনেকটা সাদামাটা ও সহজ হয় । আর এটি ই হল Stock Android Rom. যদি আপনি কখনো এই রম টি কে ফ্লাস দেন তাহলে সেখানে শুধু কিছু গুগল এপ্লিকেশন ই থাকবে।
কেন ব্যবহার করবেন pixel experienc rom?
- আপনি সম্পূর্ণ স্টক এন্ড্রয়েড পাবেন
- কোন প্রকার pre-installed Application থাকবে না।
- ডিভাইসকে করবে আরও Stable and Secure.
- সিকিউরিটি ও বাগ ফ্রিক্স এর আপডেট বন্ধ হয়ে যাবে
আশা করছি পিক্সেল এক্সপেরিয়েন্স রম কেন ব্যবহার করবেন তা বুঝতে পেরেছেন।
কীভাবে পিক্সেল এক্সপেরিয়েন্স রম ডাউনলোড করবেন
এই কাজটি করতে সর্বপ্রথম আপনাকে যেতে হবে যেকোন একটি ব্রাউজারে। সেখানে গিয়ে সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে pixel experience তারপর এন্টার করুন। সবার প্রথমে যেই সাইট আসবে তাতে ক্লিক করে সেই ওয়েবসাইটে চলে যান । সরাসরি সেই ওয়েবসাইটে যেতে এখানে ক্লিক করুন। তারপর নিচের ইন্টারফেসটির মত আসবে……….
সেই সাইটে যাওয়ার পর দেখুন একটি সার্চ বক্স আছে সেখানে লেখা আছে সার্চ ইউর ডিভাইস। সেখানে আপনার ডিভাইসের মডেল নাম্বার লিখে সিলেক্ট করে দিন। একটু পর দেখবেন সেখানে ভিবিন্ন ধরনের বেশ কিছু পিক্সেল এক্সপেরিয়েন্স রম যেমন এন্ডয়েড ১০, ১১ নয় ১২ এমন দেখাবে। সেখানে আপনি যেই ভার্সনটি ব্যবহার করতে চান সেই ভার্সন টি সিলেক্ট করে ডাউনলোড বিল্ড লেখাটি তে ক্লিক করুন। ব্যাস এবার আপনার কাজ শেষ ।
Read More : Website কি ? অনলাইনে ওয়েবসাইট কত প্রকার ?
এবার আমরা জানব
কোন কোন ফোনে আপনি Pixel experienc Rom ব্যবহার করতে পারবেন?
আপনি যেসকল ব্র্যান্ড ফোনের মডেল আছে মুটামুটি সেইসব ডিভাইসগুলোতে ই আপনি ব্যবহার করতে পারবেন তবে আপনাকে তাদের অফিসিয়াল সাইটে গিয়ে তা ডাউনলোড করে নিতে হবে।
আশা করছি বুঝতে পারছেন পিক্সেল এক্সপেরিয়েন্স রম কি এবং পিক্সেল এক্সপেরিয়েন্স রম কিভাবে ডাউনলোড করবেন। যদি লেখাটি আপনার কাছে ভাল লাগে তাহলে অবশ্যেই শেয়ার করে দিন।
ধন্যবাদ।