Ami Rup Nogorer Rajkonna Ruper Jadu Enechi Lyrics
আমি রুপনগরের রাজকন্যা রুপের যাদু এনেছি
Ami rup nogorer rajkonna rupeyr jadu enechi
আমি রূপ নগরের রাজকন্যা,
রূপের যাদু এনেছি
ইরান তুরান পার হয়ে আজ,
তোমার দেশে এসেছি
আমি রূপ নগরের রাজকন্যা,
রূপের যাদু এনেছি ।
ইরান তুরান পার হয়ে আজ,
তোমার দেশে এসেছি।
নয়নেরই বান দিয়ে গো
যৌবনের দোল দিয়ে গো
নূপুরেরও তালে তালে
তোমায় আমি বেঁধেছি
জানি গো জানি আমি তোমারে যে বেঁধেছি
আমি রূপ নগরের রাজকন্যা,
রূপের যাদু এনেছি
ইরান তুরান পার হয়ে আজ,
তোমার দেশে এসেছি।
আরও পড়ুন : অশ্রু দিয়ে লেখা || Ashru Diye lekha || Bangla Song Lyrics 2022
সবার চোখে রঙ লাগিয়ে
সবার মনে ঢেউ লাগিয়ে
নতুন দেশের পথে আমি
আজকে আবার চলেছি
জানি গো জানি সবার মনকে নিয়ে চলেছি
আমি রূপ নগরের রাজকন্যা,
রূপের যাদু এনেছি।
ইরান তুরান পার হয়ে আজ,
তোমার দেশে এসেছি
আমি রূপ নগরের রাজকন্যা,
রূপের যাদু এনেছি
ইরান তুরান পার হয়ে আজ,
তোমার দেশে এসেছি।
আমি রুপনগরের রাজকন্যা রুপের যাদু এনেছি বাংলা গান
এই গানটির ভিডিও শুটিং করেছেন আলভি, সিমা, অনামিকা ঐশী এবং রিজান।আর এই গানটি ঈদ উপলক্ষে তৈরি করা হয়েছে ।টিকটকে এই গানটি প্রচুর ভাইরাল হয়েছে। আর আমরা হয়ত সেখান থেকে ই এই গানটি প্রথম শুনে থাকি। যদি এই গানটি আপনার কাছে ভাল লেগে থাকে তাহলে শেয়ার করতে ভূলবেন না।
সার্চ ট্যাগ : রুপের যাদু, আমি রুপ নগরের রাজকন্যা, ami rup nogorer rajkonna rupeyr jadu anechi, bangla lyrics song, বাংলা লিরিক্স।