ম্যানচেস্টার সিটি লিভারপুল সেমিফাইনালে
ম্যানচেস্টার সিটি লিভারপুল সেমিফাইনালে, এবার নিজেদের মাঠে গোল শূন্য হাতে ফিরতে হল আতলেতিকো মাদ্রিদ। ম্যানচেষ্টার সিটিকে শত চেষ্টা করেও পারল না অতিরিক্ত সময়ে নেওয়ার। ওয়ান্দা মেত্রোপলিতানোতে আজকে কোন প্রকার গোল না দিয়ে ড্র করেছে এই দুটি দল। দুই লীগের ফলাফলে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা মেনচেস্টার সিটি এখন উঠে গিয়েছে সেমিফাইনালে। হাজার চেষ্টা করেও কোন গোলের দেখা পাননি আতলেতিকো।
অন্যদিকে লিভারপুলের মাঠে তিন গোল পেলেন পুর্তুগিজ ক্লাব। কিন্তু দুঃখের সাথে তারা আবার তিন গোল খেয়ে ম্যাচটি ৩-৩ গোলেই ড্র হয়। তাই এই খেলা তাদের কোন কাজেই আসল না।

প্রথম ভাগে তারা ৩-১ গোল পেয়ে জয় লাভ করে লিভারপুল। ফলে দুই দল এর ফলাফল ৬-৪ ব্যবধান এগিয়ে থাকা চ্যাম্পয়ন লিগে সেমিতে উঠেছে লিভাপুল। খেলার শুরুতে ই ইবরাহিমা কোনাতের গোল পায় লিভারপুল । তারপর সমতা ফেরায় বেনফিকা।তারপর রবার্তো ফিরমিনোর জোড়া গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল।
Reade more :
প্রথম লেগে ৩-১ গোলে জিতেছিল লিভারপুল। ফলে দুই লেগের সম্মিলিত ফলাফলে ৬-৪ ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়নস লিগের সেমিতে উঠেছে লিভারপুল। শুরুতেই ইবরাহিমা কোনাতের গোলে এগিয়ে যায় লিভারপুল। গনকালো রামোসের গোলে সমতা ফেরায় বেনফিকা। এরপর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোর জোড়া গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। কিন্তু পরক্ষনে বেনফিকাও যে হার মানতে রাজি নন।
রোমান ইয়ারেমচুক এবং দারউইন নিউনেজের দুই গোলের সুবাধে তারা ম্যাচটি সমতা নিয়ে আসে। এই ম্যাচটি সমতা ফিরলেও তারা এই লীগটি তে কোন সমতা না থাকায় শেষমেষ আক্ষেপ হয়ে থাকল তাদের এই ম্যাচ। তারই সাথে সাথে চ্যাম্পিয়ন লিগের সেমিতে দেখতে পাওয়া যাবে স্পেন বনাম ইংল্যান্ড। গতকাল সেমিতে উঠেছিল রিয়াল মাদ্রিদ ও ভিয়ারিয়াল, আজ উঠল দুই ইংলিশ ক্লাব লিভারপুল ও ম্যানচেস্টার সিটি।