সোস্যাল মিডিয়া কনটেন্ট আইডিয়া ( ৩০ দিনের )

সোস্যাল মিডিয়া কনটেন্ট আইডিয়া

আমরা আজকে যে সোস্যাল মিডিয়া কনটেন্ট আইডিয়া নিয়ে কথা বলব তা সবগুলো একাউন্টে পোস্টের জন্য কার্যকরী এবং সবগুলো সোস্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন।

০১. আপনার অফিস বা ওয়ার্কস্পেসের ছবি তুলে পোস্ট করতে পারবেন।
০২. সচরাচর অডিয়েন্স যেই ধরনের প্রশ্ন করে সেই ধরনের প্রশ্নের উত্তর দিয়ে পোস্ট করতে পারেন।
০৩. কর্মস্থলে নতুন স্টাফ যোগদান করলে তার পরিচয় পর্ব দিয়ে পোস্ট দিতে পারেন।
০৪. জনপ্রিয় কোনও পোস্ট শেয়ার করতে পারেন।
০৫. সম্মানিত একজন গ্রাহকের সাথে প্রফেশনাল কথাবার্তা বা স্বাক্ষাৎকার ভিডিও পোস্ট করতে পারেন।

সোস্যাল মিডিয়া কনটেন্ট আইডিয়া
সোস্যাল মিডিয়া কনটেন্ট আইডিয়া

০৬. গ্রাহকদের এনগেজ করার শূন্যস্থান পূরন বা অনুমাননির্ভর প্রশ্ন পোস্ট করতে পারেন।
০৭. কমুনিটি ইভেন্টের কোনও ভিডিও প্রোগ্রাম পোস্ট করতে পারেন।
০৮. ফানি কিছু পোস্ট করুন
০৯. আপনার কোনও স্টোরি শেয়ার উপযোগী হলে পোস্ট করুন।
১০. ভাইরাল কনটেন্ট পোস্ট করুন।

Read More : Most Popular Free Blog Sites in 2023

১১. সিজনাল কিছু পোস্ট করুন।
১২. উৎসাহ যোগায় এমন কিছু পোস্ট করুন।
১৩. প্রতি মাসের গূরুত্বপূর্ণ একজন গ্রাহককে হাইলাইট করে পোস্ট করুন।
১৪. আপনি কোথাও যোগদান করেছেন এমন ইভেন্টের পোস্ট দিতে পারেন।
১৫. গ্রাহকদের নজরকাড়ে এমন কোনও পরিসংখ্যান পোস্ট করুন।

১৬. মাল্টিপল চয়েজ কোশ্চেন পোস্ট করুন।
১৭. আপনার ব্যবসার প্রোডাক্ট বা সার্ভিসের ফিচারগুলো নিয়ে ভিডিও করে পোস্ট করুন।
১৮. যেই পোস্ট সবচেয়ে ভালো এনগেজ বেশি হয় সেটি পুনরায় পোস্ট করুন।
১৯. লেটেস্ট ইমেইল নিউজলেটার অথবা ঘোষনা শেয়ার করুন।
২০. ইনফোগ্রাফিক শেয়ার করুন যেটা অডিয়েন্স পছন্দ করে।

২১. ইমেজ পোস্ট করুন নিয়মিত।
২২. আপনার ইন্ডাস্ট্রি নিয়ে কোনও ভুল ধারনা থাকলে সেটা নিয়ে পোস্ট করতে পারেন।
২৩. আপনার তালিকায় থাকা প্রিয় বইটির সারমর্ম শেয়ার করতে পারেন।
২৪. অন্য লোকাল ব্যবসা বা প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করতে পারেন যা দ্বারা অডিয়েন্সের কাজে লাগে।
২৫. আপনার দক্ষতা প্রমানের জন্য বিভিন্ন উপকারী টিপস শেয়ার করতে পারেন।

২৬. আপনার কোম্পানীর মাইলস্টোন উদযাপন, জন্মদিন এবং কিছু কিছু ছুটির বিষয়ে পোস্ট দিতে পারেন।
২৭. আপনার সোশ্যাল নেটওয়ার্কে ক্রস প্রোমোট করতে পারেন।
২৮. ইমেইল লিস্টে জয়েন হওয়ার আহবান দিয়ে পোস্ট দিতে পারেন।
২৯. গ্রাহকদের ধন্যবাদসূচক পোস্ট দিতে পারেন।
৩০. বিভিন্ন জাতীয় দিবস নিয়ে পোস্ট দিতে পারেন।