ব্যবসা শুরু করার আগে আমরা যে ভুল গুলো করি
যে কোন ব্যবসা শুরু করার আগে আমরা যে ভুল গুলো করি তার কিছু সারসংক্ষেপ আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই ব্লগটি প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যদি মনোযোগ না দিয়ে পড়েন তাহলে ক্ষতি কিন্তু আপনার ই হবে।

১। শুরুতেই প্রয়োজনের অতিরিক্ত টাকা খরচ করা
যতটুকু মূল ধন দরকার, অবশ্যই সেটা ব্যবসাতে খাটাতে হবে। তবে অনেকেই শুরুতে মার্কেটিং এবং অনন্যা কাজে অতিরিক্ত টাকা ঢেলে ফেলেন। আগে ব্যবসা শুরু করুন। আপনার কাস্টমার দের সাথে যোগাযোগ করুন। বোঝার চেষ্টা করুন তারা আপনার কোন জিনিসটাকে ভালো বলছে, আর কোন জিনিসটাকে অপছন্দ করছে। কাষ্টমেরদের কে ভালো করে বুঝে, তারপর আস্তে আসতে ব্যবসা প্রসার করুন।
আমার পূর্বের পোস্টটি দেখুন : সোস্যাল মিডিয়া কনটেন্ট আইডিয়া শুধুমাত্র ৩০ দিনের জন্য
২। বেশি চিন্তা না করে, শুরু করুন
যেকোনো ব্যবসা করার আগেই চিন্তা করতেই হয়। তবে এতো চিন্তা কখনোই করা উচিত না , যাতে করে শুরু তা এতো দেরিতে হয়, যে ততদিনে বাজারে কম্পেটিশন দ্বিগুন হয়ে গেছে। অল্প করে শুরু করুন। ব্যবসা করতে করতেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।
৩। মার্কেটিং একমাত্র ইনভেস্টমেন্ট- বাকি সব খরচ
উদ্ভট মনে হলেও কথাটি সত্যি, কারণ প্রোডাক্ট যত ভালোই হোক না কেন। লোকে যদি প্রোডাক্টের কথা না জানে, তাহলে সেল কোনো ভাবেই আসবে না।
৪। আইডিয়া খুব সহজ জিনিস- সমস্যা হলো করে দেখানো
আইডিয়া যতই ব্রিলিয়ান্ট হোক না কেন, মনে রাখবেন, এই এক ই আইডিয়া পৃথিবীর ৭ বিলিয়ন মানুষের মধ্যে অন্তত ৩০০ জনের আছে। তবে জয়ী সেই হয়, যে আইডিয়াটাকে বাস্তবায়ন করে দেখতে পারে। অতএব আপনার আইডিয়া যতই ইউনিক হোক না কেন, আইডিয়ার সঠিক প্রয়োগের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
৫। অগ্রগতির সবচেয়ে বড় বাধা হলো আলসেমি
অনেকে অনেক অসুবিধার কথাই বলতে পারে- আর সত্যি বলতে অসুবিধা থাকবেই। কিন্তু এই অসুবিধা করেই এগিয়ে যেতে হবে। দিন শেষে উন্নতি তাদের এ হয়, যারা আলসেমীকে প্রশ্রয় না দিয়ে শুধু কঠোর পরিশ্রম করে সকল বাদ কে হার মানায়। এগিয়ে যেতে হলে সবার আগে তৈরী হন আরাম ছেড়ে, কর্মঠ হতে। যেই কাজ টি কালকের জন্য ফেলে রেখেছেন, সেটা শেষ করুন আজ ই। তাহলেই দেখবেন একদিন একদিন করে, অনেকের থেকে অনেক এগিয়ে গেছেন।
পুরনো একটা পন্যেকে নতুন ভাবে আবিষ্কার করতে শিখুন তাতে নতুনত্ব আনুন।মাথা কে কাজে লাগান।
ক্যারিয়ার আর সচ্ছলতা এক জিনিস না।থেমে যাবেন না। সচ্ছলতা এসেছে বলে নিজের কাজ বন্ধ করে বসে পড়বেন এমন করলে নিজের ক্যারিয়ার শেষ। আর সমস্যা যতই আসবে সেটা থেকে অভিজ্ঞতা নিয়ে সামনে কাজ করুন। ধন্যবাদ সবাইকে