জনপ্রিয় ১০ টি YouTube চ্যানেলের ইনকাম
YouTube চ্যানেলের ইনকাম নিয়ে আমরা অনেকেই বেশ কৈতুহল থাকি। আজকে আমি আপনাদের বাংলাদেশের সেরা জনপ্রিয় ১০টি You Tube চ্যানেলের ইনকাম নিয়ে কথা বলব।
ভিডিও শেয়ারিং প্লাটফর্ম হিসেবে পৃথিবীতে ইউটিউব বহুল পরিচিত ও ব্যবহৃত। ইউটিউব এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। ইউটিউব আমাদের নিয়মিত বিনোদন দেয়। অনেক মানুষ জীবিকা মাধ্যম হিসেবে এই ইউটিউব কে বেছে নিয়েছে। আপনার যদি কোন সুপ্ত প্রতিভা বা কোন কনটেন্ট থাকে তাহলে তা আপনি ভিডিও করে এই ইউটিউব এর মাধ্যমে আপলোড করতে পারবেন। আপনার কনটেন্ট যদি খুব বেশি ভালো হয় তাহলে নিশ্চিত আপনার সফলতা আসবেই। এর জন্য অনেক পরিশ্রম ও ধৈর্যের প্রয়োজন। আজকে আমরা জানবো কিভাবে ইউটিউব থেকে আয় করা যায়।
১) BD-Hits YouTube চ্যানেলের ইনকাম
১নম্বর ইউটিউব র্যাংক রযেছে BD-Hits. চ্যানেলের ধরন হলো সেলিব্রিটি, মডেল, অভিনেতা, অভিনেত্রীদের সেরা ছবি, ভিডিও, খবরাখবর ও রসাত্বক জোকস শেয়ার করা । ০২/০১/২০১৪ খ্রিঃএ চ্যানেলটি চালু করা হয়।প্রাইভেসি করে রাখার কারনে মোট সবস্ক্রাইবার শো করছে না।
এখনো পর্যন্ত মোট ২৩৯৬ টি ভিডিও আপলোড করা হয়েছে।
ভিডিও ভিউ – ২৮৫,৮২৭,০৫৯ বার।গ্রেড – A+.
২৬,৫৫৫,৯৫৫ গ্লোবাল সাবস্ক্রাইবার র্যাংক তম।
গ্লোবাল ভিডিও ভিউ র্যাংক – ৯,৮৫৫ তম।
৬৫৬ থেকে ১০৫০ ইউএস ডলার আনুমানিক মাসিক ইনকাম ।
আনুমানিক বাৎসরিক ইনকাম – ৭৯০০ থেকে ১২৫০০০ ইউএস ডলার।
২) Anupam Movie Songs [YouTube চ্যানেলের ইনকাম]
২ নম্বর ইউটিউব র্যাংকরয়েছে Anupam Movie Songs চ্যানেল টি.চ্যানেল চালু করা হয় – ০৫/০৫/২০১৮ খ্রিঃ। মোট সবস্ক্রাইবার – ১,৭৭২,০০৩ জন।বিনোদন, মুভি ও গান নিয়ে এই চ্যানেল কাজ করে থাকে ।মোট ২১৬৩টি ভিডিও আপলোড করা হয়েছে ।ভিডিও ভিউ – ৭৪৬,৩৪০,৬১১ বার।A গ্রেড এ রয়েছে এই চ্যানাল টি.গ্লোবাল সাবস্ক্রাইবার র্যাংক – ৫,৬৮২ তম।
গ্লোবাল ভিডিও ভিউ র্যাংক – ৩,২৩৯ তম।গত এক মাসের ভিডিও ভিউ সংখ্যা – ৯৫,০০৯,৭০০ বার।গত এক মাসের সাবস্ক্রাইবার সংখ্যা – ২০৯,৯১৪ জন।আনুমানিক মাসিক ইনকাম – ২৩.৮০ হাজার থেকে ০৩ লক্ষ ৮০ হাজার ইউএস ডলার।আনুমানিক বাৎসরিক ইনকাম – ০২ লক্ষ ৮৫ হাজার থেকে ৪.৬ মিলিয়ন ইউএস ডলার। Read More : ইউটিউব থেকে আয় করার উপায়-২০২১
৩) Ashik Gallery YouTube চ্যানেলের ইনকাম
৩ নম্বর ইউটিউব র্যাংক রয়েছে Ashik Gallery চ্যানেল টি.চ্যানেল চালু করা হয় – ১৬/০৩/২০১৭ খ্রিঃ।মিউজিক ও মডেল নিয়ে এই চ্যানেল কাজ করে থাকে.মোট সবস্ক্রাইবার ১৫৪,৩৭১ জন।এখনো পর্যন্ত মোট 239 টি ভিডিও আপলোড করা হয়েছে।ভিডিও ভিউ ৪৮,৬৩৭,৪৭৬ বার। A- গ্রেড এ রয়েছে এই চ্যানাল টি. ৮১,৩৪৮তম গ্লোবাল সাবস্ক্রাইবার র্যাংক ।গ্লোবাল ভিডিও ভিউ র্যাংক ৬১,৬৮৪ তম.
২৪৬ থেকে ০৩.৯০ হাজার ইউএস ডলার আনুমানিক মাসিক ইনকাম ।আনুমানিক বাৎসরিক ইনকাম ০৩ হাজার থেকে ৪৭.৩০ হাজার ইউএস ডলার।
৪) G Series (Music)
৪ নম্বর ইউটিউব র্যাংক রয়েছে G Series (Music) চ্যানেল টি.চ্যানেল চালু করা হয় ১৬/০২/২০১৬ খ্রিঃ।বিনোদন ও গান নিয়ে এই চ্যানেল কাজ করে থাকে.মোট সবস্ক্রাইবার ২,৬২৫,৩২৩ জন।এখনো পর্যন্ত মোট ২,৩১৭ টি ভিডিও আপলোড করা হয়েছে।ভিডিও ভিউ ৫৭০,৮৫৯,৯৯৪ বার। B+ গ্রেড এ রয়েছে এই চ্যানাল টি.৩,২৭৮ তম গ্লোবাল সাবস্ক্রাইবার র্যাংক। গ্লোবাল ভিডিও ভিউ র্যাংক৪,৪৪৮ তম. ০৯.৬০ হাজার থেকে ০১ লক্ষ ৫৪ হাজার ইউএস ডলার আনুমানিক মাসিক ইনকাম ।আনুমানিক বাৎসরিক ইনকাম – ০১ লক্ষ ১৫ হাজার থেকে ১.৮ মিলিয়ন ইউএস ডলার।
৫) Riot YouTube চ্যানেলের ইনকাম
৫ নম্বর ইউটিউব র্যাংক রয়েছে Riot চ্যানেল টি.চ্যানেল চালু করা হয় ১১/০৭/২০১৪ খ্রিঃ।খেলাধুলা নিয়ে এই চ্যানেল কাজ করে থাকে. মোট সবস্ক্রাইবার ১,০০৫,৭৬৫ জন।এখনো পর্যন্ত মোট ১,৭৯১ টি ভিডিও আপলোড করা হয়েছে। ভিডিও ভিউ ৩৮২,৬৫৩,৪৯৪ বার। B+ গ্রেড এ রয়েছে এই চ্যানাল টি. ১১,৬৫৬ তম গ্লোবাল সাবস্ক্রাইবার র্যাংক। গ্লোবাল ভিডিও ভিউ র্যাংক ৭,১৪৬ তম. ০৯ হাজার থেকে ০১ লক্ষ ৪৪ হাজার ইউএস ডলার আনুমানিক মাসিক ইনকাম ।আনুমানিক বাৎসরিক ইনকাম ০১ লক্ষ ০৮ হাজার থেকে ১.৭ মিলিয়ন ইউএস ডলার।
৬) Funny Cafe
৬ নম্বর ইউটিউব র্যাংক রয়েছে Funny Cafe চ্যানেল টি.চ্যানেল চালু করা হয়১৩/০৫/২০১৮ খ্রিঃ।ফ্যান নিয়ে এই চ্যানেল কাজ করে থাকে. মোট সবস্ক্রাইবার১২৭,৮১২ জন।এখনো পর্যন্ত মোট ৩০ টি ভিডিও আপলোড করা হয়েছে।ভিডিও ভিউ ১৯,৫৪৬,৯২৪ বার। B+ গ্রেড এ রয়েছে এই চ্যানাল টি. ৯৫,৯৬৪ তম গ্লোবাল সাবস্ক্রাইবার র্যাংক।গ্লোবাল ভিডিও ভিউ র্যাংক ১৫০,০১৪ তম. মাসিক ইনকাম চ্যানেল মনিটাইজেশন হয়নি।বাৎসরিক ইনকাম চ্যানেল মনিটাইজেশন হয়নি.
৭) Gaan Friendz
৭নম্বর ইউটিউব র্যাংক রয়েছে Gaan Friendz চ্যানেল টি.চ্যানেল চালু করা হয়১৩/০৫/২০১৫ খ্রিঃ।
মোট সবস্ক্রাইবার ৭ লাখ ৪১ হাজার জন।ভিডিও ভিউ ডেইলি অ্যাভারেজ ভিউ ৫ হাজারের উপরে। ৩৮ ডলার থেকে ৬১৬ ডলার আনুমানিক মাসিক ইনকাম ।
৮) Mahtim Shakib
৮ নম্বর ইউটিউব র্যাংক রয়েছে Mahtim Shakib চ্যানেল টি.চ্যানেল চালু করা হয় ৩০/৩/২০১৮ খ্রিঃ।মোট সবস্ক্রাইবার ৭ লাখ ৮৪ হাজার জন।ভিডিও ভিউ ডেইলি অ্যাভারেজ ভিউ ১৮ হাজারের উপরে। ১৪০ ডলার থেকে ২.২ হাজার ডলার আনুমানিক মাসিক ইনকাম । Channeli i
৯) Channeli Tv
৯ নম্বর ইউটিউব র্যাংক রয়েছেChanneli Tv চ্যানেল টি.চ্যানেল চালু করা হয় ১০/০২/২০১৫ খ্রিঃ।বিনোদন নিয়ে এই চ্যানেল কাজ করে থাকে.মোট সবস্ক্রাইবার ১,৯৬৮,০৩৪ জন।এখনো পর্যন্ত মোট ২,২০৭ টি ভিডিও আপলোড করা হয়েছে।ভিডিও ভিউ ৪৩২,২০৩,১৪৫ বার। B+ গ্রেড এ রয়েছে এই চ্যানাল টি. ৪,৮৯৫ তম গ্লোবাল সাবস্ক্রাইবার র্যাংক।৪,৮৯৫ তম আনুমানিক মাসিক ইনকাম ।
১০) Bangla Talkies
১০ নম্বর ইউটিউব র্যাংক রয়েছে Bangla Talkies চ্যানেল টি.চ্যানেল চালু করা হয়২০/১০/২০১৬ খ্রিঃ।মোট সবস্ক্রাইবার ৯ লাখ ৬৭ হাজার।ভিডিও ভিউ ডেইলি অ্যাভারেজ ভিউ ৯৫ হাজারের উপরে। ৭১৪ ডলার থেকে ১১.৪ হাজার ডলার আনুমানিক মাসিক ইনকাম ।
আজকের আলোচনা বিষয় ছিল বাংলাদেশের জনপ্রিয় ১০ টি YouTube চ্যানেলের ইনকাম এর পরিমান । আশা করি আপনি বিষয় গুলা ভালো করে বুঝতে পেরেছেন। ধন্যবাদ !