সেরা ১টি প্রেমের গল্প || মিষ্টি প্রেমের ছন্দ

প্রেমের গল্প

প্রেমের গল্প কার না শুনতে ভাল লাগে বলেন। আজকে আপনাদের সেরা ১টি প্রেমের গল্প শেয়ার করব। তবে মনোযোগ দিয়ে এগুলো পড়বেন আর কমেন্ট করে যাবেন কোন গল্প টি আপনার কাছে ভাল লেগেছে।

*কি করছো জানু
* তোমার কথা ভাবছি
*ও তাই তা কি ভাবছো
* আমাদের সম্পর্ক টা তো ৬
মাস হয়ে গেল, অথচ তোমাকে
এখন পর্যন্ত দেখলাম ই না
তোমার একটা ছবি দিবে
প্লিজ

-না আমি খুব খাটো তুমি
আমাকে দেখলে আর ভালোবাসবে না
আমাকে ভুলে যাবে
আমি তোমাকে হারাতে
চাই না
(এই বলে মেয়েটি আর ছবি দিল না
ছেলেটিকে)

কারণ মেয়েটি অনেক খাটো ছিল!!
মেয়েটা মাঝে মাঝে ছেলেটার প্রোফাইলে
গিয়ে লুকিয়ে লুকিয়ে ছেলেটির ছবি
দেখতো!!
ছেলেটি দেখতে অনেক সুন্দর আর
লম্বা ছিল!!
মেয়েটি ভাবতো আমি হয়তো
ওর যোগ্য না ইত্যাদি!!
তবে মেয়েটি ছেলেটাকে অনেক
ভালোবাসতো!!

কিন্তু একদিন ছেলেটি জোর করে
মেয়েটির ছবি নিল!!
মেয়েটির ছবি দেখে ছেলেটি আর রিপ্লে
দিলো না!!
কিছুক্ষন পর আইডি নীল থেকে
কালো হয়ে গেলো!!
মেয়েটির চোখ থেকে অঝরে
অশ্রু ঝরতে থাকলো!!
সে নিজেকে নানা ভাবে দোষারোপ
করছিল!!

 

সে ভাবলো ছেলেটিকে হয়তো সে
সারা জীবনের মতো হারিয়ে,,
ফেলেছে আর কখনো ফিরে
পাবে না!!
এই ভাবে তিন চারদিন না
খেয়ে সারাদিন কান্না করতো
মেয়েটি!!
আজকে হঠাৎ করে রং

নাম্বার থেকে ফোন আসলো
ফোন রিসিভ করে
সেই চেনা কন্ঠে!!
এই পাগলি মেয়ে তুমি না সারপ্রাইজ
পছন্দ করো??
আমি তোমার জন্য লক্ষিপুর স্টেশনে
অপেক্ষা করছি??

মেয়েটি কিছু না বলে
ফোন কেটে দিয়ে
ছুটে চলে গেল,, ছেলেটার কাছে!!
আর তাকে জড়িয়ে খুব কাঁন্না করলো!!
এটা ছিল খুশির কান্নাঁ!!
আসলে ভলোবাসা লম্বা, খাটো
সুন্দর, কালো দেখে হয়না
দুটি মনের মিলনে হয়??

কিছু মিষ্টি প্রেমের ছন্দ

কিছু মিষ্টি প্রেমের ছন্দ আপনাদেরকে শেয়ার করলাম। যা আপনার পছন্দের প্রেমিক বা প্রেমিকাকে এসএমএস হিসেবে সেন্ড করতে পারবেন। আর প্রেমের গল্প আর মিষ্টি প্রেমের ছন্দ গুলো যদি ভাল লাগে তাহলে শেয়ার করতে ভূলবেন না।

সোনার গাছে রুপার পাতা,,, ভুলিও না আমার কথা,,,, টাকা পয়সা কয়েক দিন,,,, ভালোবাসা থাকবে চিরদিন।

হ্রদয় দিয়ে যদি কর অনুভব,,,, আঁধা মিশে গেছে তার সব।।

কাছে এসে বন্ধু তুমি ফিরে তাকাও না,,,,, তোমারে না দেখিলে, আমার ভালো লাগে না। (প্রেম ছন্দ)

জীবনের প্রথম বাজে যে কোকিল প্রথম ডাকে,,,, সে হউকনা কুৎসিত কালো, সে আমার জীবনের আলো।।

 

প্রেম মানে ছলনা,,,,, ইউ মোরে ভুলনা,,,, ইট ইজ মাই কামনা। (প্রেমের ছন্দ)

নাইচ তোমার চেহারা,,,, সুইট তোমার হাসি,,, সত্যি করে বললাম আমি— তোমায় ভালোবাসি।

মহুয়ার মালা গলে কে তুমি এলে,,,, নয়ন ভুলানো রুপে কে তুমি এলে।

 

পৃথিবীতে মানুষ স্নেহ, মায়া, মমতা, প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে বেচে থাকে।

অমাকে যদি কেউ ভালো ও সুন্দর পথে নিয়ে যায়,,, তবে তার হাত ধরে বেরিয়ে যাবো।

একান্ত নির্জনে আমার স্মরণ করে যদি কেউ দু’ফোটা জল ফেলে আমার কাছে তার সমস্ত রৃণ শোধ হযে যাবে।

 

 

প্রেম-প্রীতি ভালোবাসা মানুষের জীবনে বেচেঁ থাকার রুপ। (প্রেমের ছন্দ মালা)

পৃথিবীতে ভালবাসার একটি মাত্র উপায় আছে, সে হলো প্রতিদান পাওয়ার আশা না করে ভালোবেসে যাওয়া।

কাগজের ফুল আমি নই,,,, সত্যিকারের গোলাপ,,,, আঘাত দিলে ঝরবোই।

প্রেম অর্থ ছোট ঘর বা জলন্ত সিগোরেট,,,, তোমার ভালোবাসায় আমি টারগেট।

 

আমি হলাম সাগর,,, তুমি হলে ঢেউ,,, চুপে চুপে করবো প্রেম জানবে নাতে কেউ। ( প্রেম ছন্দ)

আকাশেতে তুমি মোর সোনালী আলো,,,, জানিনা তোমায় কেন লেগেছে ভালো।

পান খাইতে স্বাদ লাগেনা,,,,,, স্বাদ লাগে তার চুনে,,,, সুন্দরতে মন ভরে না মন তার গুনে।

 

ওয়ান বাই ওয়ান,,,, টু বাই টু,,, কিস মি ওয়ান,,,, আই লাভ ইউ। (রোমান্টিক প্রেমের ছন্দ)

২টি পাখির,,, একটি নীড়,,, একটি নদীর দু’টি তীর,,, দু’টি মনের একটি আশা,,,, তার নাম ভালোবাসা। (দুষ্টু মিষ্টি প্রেমের ছন্দ)

উড়ে যেওনা পাখি বস এই ডালে,,, ভুলে যেওনা আমায় এই নিদারুন কারে।