কীবোর্ড কি?
কীবোর্ড কি(What is Keyboard)? কম্পিউটারের মধ্যে কিছু লিখে ইনপুট করার জন্য যে ডিভাইসটির ব্যবহৃত হয় তাই কীবোর্ড। এই ইনপুট ডিভাইস টি খুব বেশি জনপ্রিয় ও ব্যবহারযোগ্য।কম্পিউটারের একটি ইনপুট ডিভাইসের নাম হল কীবোর্ড। কম্পিউটারের বিভিন্ন কিছু লেখালেখি করে কীবোর্ড এর মাধ্যমে ইনপুট দেওয়া হয়। কোন কিছু টাইপ করা হলো কিবোর্ড এর মূল কাজ।
কিবোর্ড কত প্রকার ও কি কি
কিবোর্ড মূলত তিন প্রকার হয়ে থাকে।
১) কোয়ার্টি:–
কোয়ার্টি কিবোর্ড হল সবথেকে জনপ্রিয় ও ব্যবহৃত কিবোর্ড। আমরা যে কিবোর্ড গুলো ব্যবহার করে থাকি সেগুলো কোয়ার্টি এর অন্তর্ভুক্ত। সবাই এই কিবোর্ড টি সহজে ব্যবহার করতে পারে।
২)AZERTY:-
এই কিবোর্ড ফ্রান্সের ডেভলপ করা। স্ট্যান্ডার্ড ফ্রান্স কিবোর্ড নামেও এটি পরিচিত। এই কিবোর্ড এর মধ্যে A ও Z keys এবং Q ও W keys ইন্টারচেঞ্জ করা হয়েছে। আরও পড়ুন : সুপার কম্পিউটার কি ? কত প্রকার সুপার কম্পিউটার আছে
৩) DVORAK:-
দ্রুত সময়ে টাইপিং এর জন্য এই কীবোর্ড টি ব্যবহার করা হয়। ১৯৩০ এদিকে টাইপিং দক্ষতা বাড়ানোর জন্য এই কীবোর্ড টি ডিজাইন করা হয়েছিল। একটি কিবোর্ডে ১০৪ টি বাটন থাকে। এ বাটনগুলোর মাধ্যমে লেখালেখি করে কম্পিউটারের মাধ্যমে ইনপুট করা হয়। কিবোর্ড এর বাটন গুলো কে ৬ ভাগে ভাগ করা হয়েছে।
১) ফাংশন বাটন:- কিবোর্ডের একদম উপরে থাকা F1 থেকে F12 পর্যন্ত যে বাটনগুলো থাকে সেগুলোকে ফাংশন কী বলা হয়।
২) টাইপিং বাটন:- টাইপিং বাটনগুলো সবথেকে বেশি ব্যবহৃত হয়। আলফাবেট এবং নাম্বার বাটনগুলো কে টাইপিং বাটন বলা হয়।
৩) কন্ট্রোল বাটন:- Ctrl, alt, Window,Esc,Menu,Scroll,PrtScr, Pause Break keys গুলো হল কন্ট্রোল বাটন। এই বাটন গুলোর উপর পুরো কম্পিউটারের নিয়ন্ত্রণ থাকে।
৪) নেভিগেশন বাটন:- Home,End, Page up, Page down, Arrow, Insert, Delete keys গুলো হল নেভিগেশন বাটন। একটি পেজের নিয়ন্ত্রণের জন্য এগুলো ব্যবহার হয় ।
৫) ইন্ডিকেটর বাটন:- Caps lock,Num Lock, Scroll Lock এ বাটন গুলো কে ইন্ডিকেটর বাটন বলা হয়।
৬) নিউমেরিক বাটন:- যোগ,বিয়োগ, গুন, ভাগ এর কাজের জন্য ব্যবহৃত বাটনগুলো হল নিউমেরিক বাটন।
আশা করছি কীবোর্ড কী তা বিস্তারিত জানতে পেরেছেন। পোস্টটি যদি ভাল লাগে তাহলে আপনি আপনার ফেইসবুকে শেয়ার করুন। ধন্যবাদ।