কীবোর্ড কি? কীবোর্ড কত প্রকার ও কি কি?

কীবোর্ড কি?

কীবোর্ড কি(What is Keyboard)? কম্পিউটারের মধ্যে কিছু লিখে ইনপুট করার জন্য যে ডিভাইসটির ব্যবহৃত হয় তাই কীবোর্ড। এই ইনপুট ডিভাইস টি খুব বেশি জনপ্রিয় ও ব্যবহারযোগ্য।কম্পিউটারের একটি ইনপুট ডিভাইসের নাম হল কীবোর্ড কম্পিউটারের বিভিন্ন কিছু লেখালেখি করে কীবোর্ড এর মাধ্যমে ইনপুট দেওয়া হয়। কোন কিছু টাইপ করা হলো কিবোর্ড এর মূল কাজ।কীবোর্ড কি

কিবোর্ড কত প্রকার ও কি কি

কিবোর্ড মূলত তিন প্রকার হয়ে থাকে।
১) কোয়ার্টি:
কোয়ার্টি কিবোর্ড হল সবথেকে জনপ্রিয় ও ব্যবহৃত কিবোর্ড। আমরা যে কিবোর্ড গুলো ব্যবহার করে থাকি সেগুলো কোয়ার্টি এর অন্তর্ভুক্ত। সবাই এই কিবোর্ড টি সহজে ব্যবহার করতে পারে।
২)AZERTY:-
এই কিবোর্ড ফ্রান্সের ডেভলপ করা। স্ট্যান্ডার্ড ফ্রান্স কিবোর্ড নামেও এটি পরিচিত। এই কিবোর্ড এর মধ্যে A ও Z keys এবং Q ও W keys ইন্টারচেঞ্জ করা হয়েছে। আরও পড়ুন : সুপার কম্পিউটার কি ? কত প্রকার সুপার কম্পিউটার আছে
৩) DVORAK:-
দ্রুত সময়ে টাইপিং এর জন্য এই কীবোর্ড টি ব্যবহার করা হয়। ১৯৩০ এদিকে টাইপিং দক্ষতা বাড়ানোর জন্য এই কীবোর্ড টি ডিজাইন করা হয়েছিল। একটি কিবোর্ডে ১০৪ টি বাটন থাকে। এ বাটনগুলোর মাধ্যমে লেখালেখি করে কম্পিউটারের মাধ্যমে ইনপুট করা হয়। কিবোর্ড এর বাটন গুলো কে ৬ ভাগে ভাগ করা হয়েছে।
১) ফাংশন বাটন:- কিবোর্ডের একদম উপরে থাকা F1 থেকে F12 পর্যন্ত যে বাটনগুলো থাকে সেগুলোকে ফাংশন কী বলা হয়।
২) টাইপিং বাটন:- টাইপিং বাটনগুলো সবথেকে বেশি ব্যবহৃত হয়। আলফাবেট এবং নাম্বার বাটনগুলো কে টাইপিং বাটন বলা হয়।
৩) কন্ট্রোল বাটন:- Ctrl, alt, Window,Esc,Menu,Scroll,PrtScr, Pause Break keys গুলো হল কন্ট্রোল বাটন। এই বাটন গুলোর উপর পুরো কম্পিউটারের নিয়ন্ত্রণ থাকে।
৪) নেভিগেশন বাটন:- Home,End, Page up, Page down, Arrow, Insert, Delete keys গুলো হল নেভিগেশন বাটন। একটি পেজের নিয়ন্ত্রণের জন্য এগুলো ব্যবহার হয় ।
৫) ইন্ডিকেটর বাটন:- Caps lock,Num Lock, Scroll Lock এ বাটন গুলো কে ইন্ডিকেটর বাটন বলা হয়।
৬) নিউমেরিক বাটন:- যোগ,বিয়োগ, গুন, ভাগ এর কাজের জন্য ব্যবহৃত বাটনগুলো হল নিউমেরিক বাটন।
আশা করছি কীবোর্ড কী তা বিস্তারিত জানতে পেরেছেন। পোস্টটি যদি ভাল লাগে তাহলে আপনি আপনার ফেইসবুকে শেয়ার করুন। ধন্যবাদ।