আমরা অনেকেই অনেক ওয়েবসাইট এ ইমেজ ব্যবহার করার প্রয়োজন পড়ে । আর্টিকেল লেখার সময় বা ইউটিউব ভিডিও বানানোর সময় কপিরাইট ফ্রি ইমেজ দরকার পড়ে। কিন্তু আমরা অনেকেই আতংকে থাকি ফ্রি কপিরাইট ইমেজ বা কপিরাইট ফ্রি ইমেজ কোথায় পাব। আজ আমি আপনাদেরকে ফ্রি কপিরাইট বা কপিরাইট ফ্রি ইমেজ সংগ্রহ করার সেরা ৫টি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব তবে তার আগে দেখে নিন কিভাবে গুগল থেকে কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার করবেন।…
কপিরাইট ফ্রি ইমেজ সংগ্রহ From Google
সবার প্রথমে আপনি যেকোন ব্রাউজারে গিয়ে টাইপ করুন গুগলডটকম বা এখানে ক্লিক করুন। এবার উপরে ডানদিক থেকে ইমেজ অপশনটি ক্লিক বা সিলেক্ট করুন। তারপর সার্চ বারে টাইপ করুন আপনার কাঙ্খিত ইমেজ এর নাম । আমি ফ্লাওয়ারস লিখে সার্চ দিয়েছি। এবার সার্চ দেওয়ার পর ঠিক ডান পাশে দেখুন টুলস লেখা আছে। এই টুলস লেখাতে ক্লিক করার পর তিনটি অপশন আসবে ।
- All
- Creative Commons Licenses
- Commercial and other Licenses
এবার আপনি ২য় নাম্বার অপশন অর্থাৎ Creative Commons Licenses অপশন টি সিলেক্ট করে দিন। ব্যাস হয়ে গেল আপনার কপিরাইট ফ্রি ইমেজ। এই ইমেজ গুলো আপনি যেকোন যায়গায় ব্যবহার করতে পারবেন। তবে এগুলো এডিট করে নিলে খুব ভাল হয়।
এবার আমরা সেরা ৫টি ওয়েবসাইট এর সাথে পরিচয় হব। যেগুলো থেকে কোন ধরনের অনুমতি ছাড়াই ইমেজ বা ভিডিও ব্যবহার করতে পারবেন।
২০২০ সালে খুব সহজেই ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাওয়ার গোপন ফর্মূলা
প্রথমে আপনি যেকোন ব্রাউজারে গিয়ে লিখুন pixabay.com বা এখানে ক্লিক করুন। তারপর আপনার কাঙ্খিত ছবির নাম লিখে এন্টার প্রেস করুন। চলে আসবে শত শত ইমেজ বা ছবি। এগুলো কে আপনি আপনার ওযেবসাই বা ইউটিউব এর জন্য ব্যবহার করুন বার বার। কোন ক্লেইম বা কপিরাইট আসবে না। তবে এই ওয়েবসাইটে আপনি ভিডিও ও পাবেন অসংখ্য । যেগুলো পুরোপুরি কপিরাইট ফ্রি।
এখানেও আপনি অসংখ্য কপিরাইট ফ্রি ইমেজ পাবেন। যা আপনার ওয়েবসাইট বা ইউটিউব এর জন্য বেশ উপকারে আসবে।