Ei Obelay Lyrics ( এই অবেলায় লিরিক্স )
Ei Obelay Lyrics ( এই অবেলায় লিরিক্স ) টি আমার খুব পছন্দের একটি লিরিক্স। তাই আমি আজ আপনাদের Ei Obelay Lyrics ( এই অবেলায় লিরিক্স ), Ei Obelay Song Lyrics In Bengali, এই অবেলায় লিরিক্স শিরোনামহীন, এই অবেলায় শিরোনামহীন mp3 free download, এই অবেলায় লিরিক্স, এই অবেলায় লিরিক্স English, এই অবেলায় তুমি শেয়ার করতে যাচ্ছি।
Song Info:
Song: Ei Obelay Lyrics
Direction: Mir Shariful Karim Srabon
Director of Photography: Saqeeb Niloy
Cast: Shironamhin
Tune: kazy Ahmad Shafin
Audio Artwork & Design: Ziaur Rahman
Release date: 2019
Band: Shironamhin
এই অবেলায় লিরিক্স শিরোনামহীন /
Ei Obelay Lyrics ( এই অবেলায় লিরিক্স ) In Bangla
এই অবেলায়, তোমারি আকাশে,
নিরব আপোষে ভেসে যায়।
সেই ভীষন শীতল ভেজা চোখ
কখনো দেখাইনি তোমায়।
কেউ কোথাও ভালো নেই যেন সেই,
কতকাল আর হাতে হাত অবেলায়?
কতকাল আর ভুল অবসন্ন বিকেলে
ভেজা চোখ দেখাইনি তোমায়।
সেই কবেকার ভায়োলিন,
বেজে যায় কতদিন
প্রানে চাপা ঢেউ, দেখেনি আর কেউ।
কখনো অভিমান, অবাধ্য পিছুটান
জানিনা কি কষ্টে এই অবেলায়।
তবুও নির্বাসন বাসর সাজিয়ে,
ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায়।
Read More : অশ্রু দিয়ে লেখা | Ashru Diye lekha
ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন
একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন।
আজও তাই, অবাক রঙে এঁকে যাই
সাদাকালো রঙ মাখা ফানুসের মুহুর্ত রাঙাই।
ভীষণ কালো মেঘ,
পুড়ে ছাই আবেগে আজও তাই,
অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই।
এই সন্ধ্যায়, দুচোখ সাগরে,
বুকের পাঁজরে ভেসে যায়।
অবাক জোছনায় লুকিয়ে রেখেছি
ভেজা চোখ দেখাইনি তোমায়।
Ei Obelay Lyrics ( এই অবেলায় লিরিক্স ) In English
Ei obelay, tomari akashe
Nirob aposey vesa jay
Shi vison sitol vaja chok
Kokhono dakhaini tomey
Keu kothey valo nei jano sei
Koto kal ar hate hat obelay
Koto kal ar voul obosonho bikeley
Veja chok dhakhaini tomey
Shi kobe kar violin
Beje jay kotodin…
Parane chapa dhu, dekhain ar keu
Kokhono oviman, ovadho pichutan
Jani na ki koste ei obelay..
Tobuo nirbason basor sajiye
Thote chapa dhore thak valobasey..
Ghone khoya mage kalo hoye jay hridoy jokhon
Eka eka shudhu okaronai jhore bristi amon
Ajo tai obek ronge eka jai
Sada kalo rong makha fanuser muhurte rangai
Vision kalo megh,
Pure chi abege ago tai
Obeg gochoney pora chok tobu sajai
Ei sondhey, duchok sagore
Buker pajore vasa gai..
Obek gosoney lukiye rekhechi
Vega chok dekahini tomey
Ei obelay, tomari akashe,
Nirob aposhey vase jay
Shi vision sitol vega chok
Kokhono dekhini tomay
Keu kotheyo valo nei jano sei
Koto kal ar hate hat obelay
Koto kal ar vul oboshno bikela
Vega chok dakhaini tomey
আপনি হয়ত —
এই অবেলায় তোমারি আকাশে ক্যাপশন,
কেউ কোথাও ভালো নেই যেন সেই কতকাল আর হাতে হাত অবেলায়?,
এই অবেলায় তোমারি আকাশে অডিও গান,
এই অবেলায় শিরোনামহীন,
এই অবেলায় লিরিক্স English,
এই অবেলায় তোমারি আকাশে Download,
এই অবেলায় গানের অর্থ,
শিরোনামহীন লিরিক্স এই টাইটেলগুলো লিখে সার্চ দিয়েছেন । তাই এই Ei Obelay Lyrics ( এই অবেলায় লিরিক্স ) আমার ব্লগটি খুজে পেয়েছেন। আপনি চাইলে এই অবেলায় লিরিক্স টি আপনার ফেইসবুকে শেয়ার করে রেখে দিতে পারেন । এতে যেকোন সময় আপনি আবার চোখ বুলালে ই খুজে পাবেন। ধন্যবাদ।