প্রথমে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। ইউটিউব থাম্বনেইল তৈরী করুন খুব সহজেই এবং এটা খুব সহজ একটি পদ্ধতিতে। আমাদের মাঝে অনেকেই আছে যারা ইউটিউব থাম্বনেইল তৈরী করতে অনেক সময় ব্যয় করে ফেলে এবং অনেকেই ফটোশপের কাজ না জানার কারণে ভাল একটি প্রফেশনাল মানের ইউটিউব থাম্বনেইল তৈরী করতে পারে না।
তাই আমি আজ আপনাদের এমন একটি ওয়েব সাইট থেকে থাম্বনেইল মেক করা শিখাবো যেখানে খুব সহজেই যেকেউ থাম্বনেইল তৈরী করতে পারবে কোন প্রকার দক্ষতা ছাড়াই। শুধু মাত্র স্টেপ বাই স্টেপ ফলো করুন…..
কি কি থাকছে এই ব্লগে : ইউটিউব থাম্বনেইল With Canva স্টেপ : ১ , স্টেপ : ২, স্টেপ : ৩.
ইউটিউব থাম্বনেইল With Canva স্টেপ : ১
যেকোন একটি ব্রাউজার থেকে আপনি সার্চ বারে গিয়ে লিখুন www.canva.com বা এই ওয়েবাসাইটের উপর ক্লিক করুন। তারপর এমন একটি ইমেজ দেখতে পাবেন…
ইউটিউব থাম্বনেইল With Canva স্টেপ : ২
Design anything লেখার নিচে দেখুন সার্চ বার রয়েছে সেখানে আপনি যা চাচ্ছেন তা টাইপ করুন । আমার দরকার ইউটিউব থাম্বনেইল তাই আমি ইউটিউব থাম্বনেইল লিখে এন্টার প্রেস করলাম।এবার নিচের মত একটি ইমেজ আসবে। কীভাবে ইউটিউব থেকে মাসে ১০০০ ডলার ইনকাম করা যায় তা জানতে এখানে ক্লিক করুন।
ইউটিউব থাম্বনেইল With Canva স্টেপ : ৩
তারপর ইউটিউব থাম্বনেইল লিখে এন্টার দিবেন তখন এমন আসবে। এবার আপনার ইচ্ছামত ডিজাইন করুন। আপনি চাইলে আপনার কম্পিউটার থেকে যেকোন ছবি আপলোড দিয়েও থাম্বনেইল মেক করতে পারবেন। তার জন্য আপনাকে টেম্পলেটে এর নিচে দেখুন লেখা আছে আপলোড ।
এখানে ক্লিক করলেই হবে। তাছাড়া ফটোস রয়েছে যেখান থেকে আপনি অনেক ছবি ফ্রি তে ব্যবহার করতে পারবেন। তবে সব ছবি না কিছু কিছু পেইড ও রয়েছে। এবার ফিচার গুলো এক নজরে দেখে নিন । একবার এখানে কাজ করলেই বুজতে পারবেন কত সহজ।
তাছাড়া শত শত টেম্পলেট রয়েছে যেগুলো আপনি ব্যবহার করে খুব সুন্দর একটি প্রফেশনাল মানের থাম্বানেইল তৈরী করতে পারবেন। বাংলাদেশে অনেক বড় বড় ডিজাইনাররা এই ওয়েবসাইটটি ব্যবহার করে থাকে। এখানে যেকোন ধরনের ডিজাইন আপনি মেক করতে পারবেন।
তাছাড়া আপনি যদি এখনো কিছু ই না বুঝে থাকেন তাহলে নিচের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আশা করি আপনার বুজতে সমস্যা হবে না। তারপর ও যদি কোন সমস্যা হয় তাহলে আমার ফেইসবুক পেইজ এ মেসেজ দিন। আমার ফেইজবুক পেইজ হল : । তাছাড়া এই সাইটটি আপনি মোবাইলে প্লে স্টোর গিয়ে ও ডাউনলোড করে মোবাইলে ইউটিউব থাম্বনেইল তৈরী করতে পারবেন। এর জন্য সর্বপ্রথম আপনি প্লে ষ্টোর এ যান তারপর টাইপ করুন কেনভা। এতটুকু ই যথেষ্ট । লিখে সার্চ দিন তারপর এপস টি ডাউনলোড করে মোবাইলে ব্যবহার করুন।
কেনভা এ্যাপস টি আপনি চাইলে পেইড ভার্সনটি ও ব্যবহার করতে পারবেন । এজন্য আপনাকে যাস্ট ইউটিউবে গিয়ে টাইপ করুন কেনভা প্রো ভার্সন ফ্রি ডাউনলোড দেখবেন অনেক অনেক ভিডিও পেয়ে যাবেন । তাহলে এবার আপনাকে কে আটকাবে। ধন্যবাদ আপনাকে কষ্ট করে আমার এই লেখাটি পড়ার জন্য। আপনি চাইলে আমার আরও ব্লগ পড়তে পারেন।