আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে lyrics
আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে lyrics By Andrew Kishore and Samina Chowdhury. Amer Gorur Garitey Bangla Song Lyrics. This song play by Andrew Kishore and Samina Chowdhury. This song is so favorite of our Bangladesh. This is very Old and romantic song. This song and movie is published by Onupam Movie Songs youtube channel.
Song: Amar Gorur Garite ( আমার গরুর গাড়িতে)
Singer: Andrew kishore & Samina Chowdhury
Lyricst: Ahmed Imtiaz Bulbul
Composer : Ahmed Imtiaz Bulbul
Movie : Akhi milon
Label : Anupam
আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে লিরিক্স
আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে
ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধু সানাই বাজিয়ে
যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
(যা যা…)
তোমার ভাঙা গাড়িতে আমি যাবো না
কারো ঘরের ঘরণী আমি হবো না
করবো না তো কোনো দিনও বিয়ে
এ হে, যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
আলতা দেবো তিকলি দেবো, দেবো সোনার চুড়ি
(না না না না না না…)
আরে, শহর থেকে আনবো কিনে বেনারসী শাড়ি
(আরে, না না না না না…)
গয়না-গাটি চাইনা আমি চাইনা শাড়ি চুড়ি
(হেই হেই হেই হেই হেই হেই…)
সবই আমার বাপের বাড়ি আছে ভুরিভুরি
(আরে, হেই হেই হেই হেই হেই হেই…)
ভরবেনা মন কোনো কিছু দিয়ে
হে, যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
আদর দেবো সোহাগ দেবো, দেবো ভালোবাসা
(না না না না না না…)
আরে, জীবন দিয়ে করবো পূরণ তোমার সকল আশা
(না না না না না না…)
ইন্দ্রপুরে মনের ঘরে দিও নাকো হানা
(হেই হেই হেই হেই হেই হেই…)
এই সব কথা শোনা পাপ গুরুজনের মানা
(আরে, হেই হেই হেই হেই হেই হেই…)
এই, পায়ে ধরি চল বাড়ি নিয়ে
যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
গানটি যতই শুনি ততই বার বার শুনতে ইচ্ছা হয়………
Shada Shada Kala Kala Bangla Lyrics – – By Arfan Mredha Shiblu
Kacha Badam Lyrics || Kacha Badam Song by Bhuban Badyakar
Sob Sokhire Par Korite Lyrics || সব সখিরে পার করিতে সেন নেব আনা আনা