অশ্রু দিয়ে লেখা | Ashru Diye lekha

অশ্রু দিয়ে লেখা | Ashru Diye lekha

Bangla Lyrics || অশ্রু দিয়ে লেখা গান বাংলা লিরিক্স। দেখে নিন অশ্রু দিয়ে লেখা গানটির বাংলা লিরিক্স। গানটি অশ্রু দিয়ে লেখা অ্যালবাম থেকে নেয়া হয়েছে । Ashru diye lekha bangla song lyrics গানটি গেয়েছেন শ্রদ্ধেয় কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন

অশ্রু দিয়ে লেখা | Ashru Diye lekha
অশ্রু দিয়ে লেখা | Ashru Diye lekha

অশ্রু দিয়ে লেখা এ গান
যেন ভুলে যেয়ো না
একই বন্ধনে বাঁধা দু’জনে
এ বাঁধন খুলে যেয়ো না ….
অশ্রু দিয়ে লেখা এ গান ।

যত সুর ছিল প্রাণে
সবই দিয়েছি তোমায়
বিনিময়ে তোমারে শুধু
চিরদিন যেন কাছে পাই,

যত সুর ছিল প্রাণে
সবই দিয়েছি তোমায়
বিনিময়ে তোমারে শুধু
চিরদিন যেন কাছে পাই
মালা চন্দনে রাঙা এইখানে
কখনো ফেলে যেয়ো না…
অশ্রু দিয়ে লেখা এ গান
যেন ভুলে যেয়ো না
একই বন্ধনে বাঁধা দু’জনে
এ বাঁধন খুলে যেয়ো না
অশ্রু দিয়ে লেখা এ গান।

ওই ফুলবনে পাখি
আজ মন জুড়ে যেন গায়
এই হাত জড়ানো হাতে
চিরদিন যেন ওগো রয়

ওই ফুলবনে পাখি
আজ মন জুড়ে যেন গায়
এই হাত জড়ানো হাতে
চিরদিন যেন ওগো রয়
মধু কুমকুমে, নব মৌসুমে
কখনো দলে যেয়ো না
অশ্রু দিয়ে লেখা এ গান
যেন ভুলে যেয়ো না
একই বন্ধনে বাঁধা দু’জনে
এ বাঁধন খুলে যেয়ো না
অশ্রু দিয়ে লেখা এ গান
যেন ভুলে যেয়ো না
একই বন্ধনে বাঁধা দু’জনে
এ বাঁধন খুলে যেয়ো না
অশ্রু দিয়ে লেখা এ গান।

Pixel Experienc ROM কি || প্রিক্সেল এক্সপ্রিয়েন্স রম ডাউনলোড করার উপায়