অনলাইনে বাসের টিকিট কাটার নিয়ম

অনলাইনে বাসের টিকিট কাটার নিয়ম

হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব অনলাইনে বাসের টিকিট কাটার নিয়ম কি বা আপনারা কি করে খুব সহজে অনলাইনে বাসের অগ্রিম টিকিট কাটতে পারবেন। আসলে আমাদের সময় টা দিন দিন প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে।আধুনিকতার ছোয়া দিন দিন বেড়েই চলছে। তাই এখন চাইলেই ঘরে বসে যে কেউ যেকোন কাজ অনলাইনে করে ফেলতে পারে।

অনলাইনে বাসের অগ্রিম টিকিট
অনলাইনে বাসের অগ্রিম টিকিট

যেমন মনে করুন আজ থেকে প্রায় ৫ বছর আগেও ঘরে বসে খাবার অর্ডার করা একটা কল্পনা ই ছিল মাত্র আর এখন আপনি যেকোন খাবার ফুডপান্ডার মাধ্যমে অর্ডার করলে আপনার বাসায় আসতে সময় লাগবে মাত্র ত্রিশ মিনিট। এটাই হল ডিজিটাল বাংলাদেশ।শুধু কি তাই আপনার যা মনে চায় তাই ঘরে বসে অর্ডার করতে পারবেন। আমিও মাঝে মাঝে ঘরে বসে বিকাল সময়টাতে চিকেন চাপ ও বিরিয়ানি অর্ডার দিয়ে থাকি। তবে একদিন ৪ প্রকার বা আইটেম এর ভর্তা অর্ডার করে ছিলাম । খুব টেস্ট লেগেছিল ভর্তা গুলো। এবার মূল আলোচনা আসা যাক…

আপনি ঘরে বসে খুব সহজেই অনলাইনে বাসের অগ্রিম টিকিট কাটতে পারবেন। তার জন্য আপনি দুটি উপায় ফলো করতে পারেন। একটি হল অনলাইনে বাসের টিকিট কাটার অ্যাপস অন্যটি হল অনলাইনে বাসের টিকিট কাটার ওয়েবসাইট। এবার একটা একটা করে আলোচনা করা যাক..

অনলাইনে বাসের টিকিট কাটার অ্যাপস

এটি খুব সহজ উপায় এ করতে পারেন। তার জন্য আপনি সোজা চলে যান গুগল প্লে-ষ্টোর এ বা প্লে-ষ্টোর এ যেতে এখানে ক্লিক করুনতারপর সার্চ বারে টাইপ করুন Sohoz-Buy Bus Ticket । বাস এবার এই অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। তারপর এই অ্যাপসটি অপেন করুন। নিচের চিত্রের মত দেখাবে।

অনলাইনে বাসের টিকিট কাটার নিয়ম
মিষ্টি প্রেমের ছন্দ

অপেন হওয়ার পর এবার আপনি দেখতে পাচ্ছেন এখানে টোটাল তিনটি অপশন আছে আর তা হল : From, To, and Journey Date । এবার ফ্রম এর ঘরে আপনি কোথায় থেকে যেতে চান তা লিখুন এবং কোথায় যেতে চান তা টু এর ঘরে এবং সবশেষে কত তারিখ যেতে চান তা র্জানি ডেট এর ঘরে বসিয়ে দিন । তারপর সার্চ করুন । এবার আপনার সামনে অনেকগুলি পরিবহন এর নাম দেখতে পাবেন । সেগুলো থেকে কোন পরিবহন এ আপনি যেতে চান তা সিলেক্ট করুন। নিচে দেখতে পাচ্ছেন আমি সার্চ দেওয়ার পর এনা ট্রান্সপোর্ট, সৈদিয়া কোচ সার্ভিস, গ্রীন লাইন পরিবহন গুলো দেখাচ্ছে।

আরও পড়ুন : ২০২৩ সালের সেরা ৭টি প্রফিটেবল ইউটিউব নিশ

এখান থেকে আপনি যে পরিবহনে যেতে চান সেই পরিবহন সিলেক্ট করলে তারা আপনাকে বাসের টোটাল সিট কয়টা আছে এবং কোন সিটগুলো ফাকা আছে তা দেখাবে, তারপর সিট সিলেক্ট করে কন্টিনিউ বুকিং এ ক্লিক করতে হবে । এবার সেখান থেকে আপনি যেকোন একটা মাধ্যমে পে করে দিলেই হবে। আশা করছি অনলাইনে বাসের টিকিট কাটার নিয়ম খুব ভাল করেই আপনি শিখে গেছেন। ত এবার চলুন অন্য পদ্ধতিতে দেখে নেই …….অনলাইনে বাসের টিকিট কাটার নিয়ম

অনলাইনে বাসের টিকিট কাটার ওয়েবসাইট

এবার আমরা আলোচনা করব অনলাইনে বাসের টিকিট কাটার ওয়েবসাইট সম্পর্কে। তার জন্য আপনাকে যেতে হবে এই ওয়েবসাইটে বা আপনি যদি সরাসরি ওয়েবসাইটে যেতে চান তাহলে এখানে ক্লিক করুন । এবার নিচের মত একটি ইমেজ দেখাবে।

সেখান থেকে এবার ফ্রম এর ঘরে আপনি কোথায় থেকে যেতে চান তা লিখুন এবং কোথায় যেতে চান তা টু এর ঘরে এবং সবশেষে কত তারিখ যেতে চান তা র্জানি ডেট এর ঘরে বসিয়ে দিন  এবং কোচ সিলেক্ট করুন। এবার সার্চ করুন । ঠিক অ্যাপস এ যেভাবে প্রসেস করেছেন ওয়েবসাইটে এর প্রসেসটি সেরকম ই । তারপর ও যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে কমেন্টস করুন, আমি রিপ্লাই দিব।

অনলাইনে বাসের টিকিট কাটার জন্য চার্জ কত নেয়?

শ্যামলী, হানিফ এবং সাকুর পরিবহন এ অনলাইনে আপনি যদি টিকিট কাটেন তাহলে আপনার থেকে চার্জ কাটবে মাত্র ২০ টাকা । মাত্র ২০ টাকা বেশী দিয়ে আপনি আপনার সময় ও শ্রম দুটোই সেইফ করতে পারছেন। তাই আশা করছি আপনি আজকের পর থেকে অনলাইনে বাসের টিকিট কাটার নিয়ম ফলো করে খুব সহজেই ঘরে বসে অগ্রিম বাসের টিকিট ক্রয় করতে পারবেন।

যদি লেখাটি আপনার কাছে ভাল লাগে তাহলে শেয়ার করে দিন। এতে অনেকেরই উপকার হবে। ধন্যবাদ। কষ্ট করে পুরো ব্লগটি পড়ার জন্য।