অনলাইনে আয় করার সহজ উপায়

অনলাইনে আয়

অনলাইনে টাকা আয় করা অনেক কঠিন একটি কাজ তবে আপনি যদি সঠিক গাইডলাইন ফলো করে কাজ করেন তাহলে অবশ্যই আপনার জন্য ব্যাপারটি একদম ই সহজ মনে হবে। আমরা অনেকেই গুগলেএ সার্চ করি অনলাইনে আয় করার সহজ উপায় লিখে । সঠিক গাইডলাইন হয়ত সেভাবে পাই না তাইদেখে নিন এই ব্লগে কি কি থাকছে……….

  • ইউটিউব থেকে আয়
  • ব্লগিং করে আয়
  • পিটিসি সাইট থেকে আয়
  • এফিলিয়েট করে আয়
  • ফেইসবুক এডস ব্রেক থেকে আয়
  • সার্ভে করে আয়
  • ইউটিউব থেকে আয়

এই সময়ে অনলাইনে আয় করার সহজ উপায় হল ইউটিউব। শুধুমাত্র ভিডিও তৈরী করে পাবলিশ করার মাধ্যমে আয় করছে মাসে ১০০০ ডলার এর উপর কেউ কেউ। তবে এখানে অনেক কিছুর ব্যাপার আছে।বাংলা ভিডিও থেকে ইংরেজী ভিডিও ইনকাম বেশী হয়ে থাকে।

অনলাইনে আয় করার সহজ উপায়
অনলাইনে আয় করার সহজ উপায়

তার কারন আমাদের দেশে সিপিসি রেট খুব কম যা আমেরিকা বা কানাডাতে তার ১০গুন বেশী হয়ে থাকে। ইউটিউব থেকে আপনাকে আয় করতে হলে বা ইউটিউব এর শুরু থেকে একদম ইনকাম করা পর্যন্ত যাওয়ার জন্য আমার এই ব্লগটি পড়ে আসুন। এখানে আমি কীভাবে ইউটিউব এর সম্পূর্ণ খুটিনাটি আলোচনা করেছি।

অনলাইনে আয় করার সহজ উপায় ব্লগিং

অনলাইনে আয় করার সহজ উপায় হল ব্লগিং। তবে তা সময় সাপেক্ষ ব্যাপার । কিন্তু ইউটিউব থেকে খুব বেশী এবং তারাতারি ইনকাম করতে পারবেন।ব্লগিং অনলাইনেআয় করার সহজ উপায় এর মধ্যে একটি। তবে ব্লগিং করে আয় করার জন্য আপনাকে লেখার দক্ষতা থাকতে হবে। শুধু তাই নয় অনেক সময় নিয়ে লেখার ধৈর্য্য ও থাকতে হবে। ব্লগিং এ প্রথম ৬ মাস কস্ট করবেন তারপর আপনি ঘুমিয়ে থাকলে ও ইনকাম আসতে থাকবে।

Read More : Most Popular Free Blog Sites in 2023

একটি ব্লগিং সাইট মানে হল আপনার একটি সম্পদ বা ব্যাংক। যার কাজ হল আপনি ঘুমিয়ে থাকলেও টাকা আসতে থাকতে হবে। তবে আপনাকে ব্লগিং বিষয়ে সব খুটিনাটি জেনে কাজ শুরু করতে হবে। তানা হলে আপনি শুধু সময় গুলোই নষ্ট করবেন। ব্লগিং করে আয় করার জন্য এখানে ক্লিক করে ব্লগিং এর সব খুটিনাটি জেনে নিন।

অনলাইনে আয় করার সহজ উপায় পিটিসি সাইট

অনলাইনে আয় করার সহজ উপায় হল পিটিসি সাইট থেকে আয়। তবে এটি ও খুব সময় সাপেক্ষ। আমার ব্যাক্তিগত মতে এটি আমার একদম ই পছন্দ না। তবে আপনি এখান থেকে আয় খুব সহজেই করতে পারবেন এবং এটি খুব অল্প পরিমাণে ।

তবে দীর্ঘ সময় ধরে করার পর একটা ভাল পরিমাণ ইনকাম চলে আসবে আপনার পকেটে। মজার বিষয় হল অনলাইনে বেশিরভাগ পিটিসি সাইট ই পেমেন্ট দেয় না বা ভুয়া থাকে।সেক্ষেত্রে আপনাকে যাচাই বাচাই করে ভাল দেখে কযেকটি পিটিসি সাইট এ কাজ শুরু করে দিতে পারেন।

পিটিটি সাইট গুলো মূলত রেজিস্টার করার পর সেখানে এডভাটাইজার কোম্পানি গুলো ভিবিন্ন ধরনের এড বা বিজ্ঞাপন দেয় আর আপনাকে সেটি সম্পূর্ন দেখতে হবে।আর সেটা থেকেই খুব অল্প পরিমাণে তারা আপনাকে ইনকাম দিযে থাকে। নিচে বেশ কয়েকটি বিশ্বস্থ পিটিসি সাইট এর নাম দেয়া হল।যেগুলো গত কযেক বছর ধরে পেমেন্ট দিযে আসছে। তবে তাদের ও কোন নিশ্চয়তা নেই যেকোন সময়ই এর চলে যেতে পারে। তাই আপনাকে এই ব্যাপারে সাবধান থাকতে হবে।

  • Ysense.com
  • NeoBux 
  • Ojooo.com
  •  PaidVerts.com
  •  Inboxdollars.com

অনলাইনে আয় করার সহজ উপায় এফিলিয়েট

বাংলাদেশে এখন অনেকেই এফিলিয়েট করে আয় করছেন প্রায় ৩০০ ডলার থেকে শুরু করে ৫০০০ ডলার পর্যন্ত । কি আমার কথা ব্শ্বিাস হচ্ছে না। তাহলে কষ্ট করে এখানে ক্লিক করুন। আর এই ফেইসবুক গ্রুপটিতে এড হোন। আর শুধু চোখ মেলে প্রতিদিন ৩ থেকে ৪ বার ঢু মারুন। দেখবেন অনেকেই ইনকামের স্ক্রিন সর্ট দিচ্ছে। যা দেখে আপনার চোখ হয়ত কপালে উঠে যাবে।

তাছাড়া আপনি যদি সত্যিই এফিলিয়েট করে আয় করার জন্য মনস্থির করে থাকেন তাহলে আমি বলব এই গ্রুপটি ই আপনার জন্য যথেষ্ট । যেকোন সমস্যা আপনি পোস্ট করবেন কেউ না কেউ আপনাকে এর সমাধান দিয়ে দিবেন। আমার কাছে এই গ্রুপটি খুবই হেল্পফুল মনে হয়েছে।

এবার আমরা জানব এফিলিয়েট কি? এফিলিয়েট হল কোন কম্পানির প্রডাক্ট বা সার্ভিস আপনি আপনার মাধ্যমে সেটা হতে পারে টুইটার, ফেইসবুক পেইজ, ব্লগ বা ওয়েবসাইট ইত্যাদি যখন বিক্রি করে দিবেন তখন প্রডাক্ট এর মালিক আপনাকে কিছু কমিশন দিবে। আর এটাই হল এফিলিয়েট করে আয়।এফিলিয়েট করে আয়। আশা করি বিষয়টি খুবই পরিষ্কার।

অনলাইনে আয় করার সহজ উপায় ফেইসবুক এডস ব্রেক

মাত্র বছর কয়েক আগে ও এই ইনকাম এর রাস্তাটি খোলা ছিল না। আমরা শুধু ফেইসবুকে সারাদিন বন্ধু বান্ধবির সাথে চ্যাট করতে ব্যস্ত থাকি । কিন্তু এর থেকে খুব সামান্য পরিমাণ সময় ও যদি আপনি এই কাজে ব্যায় করেন তাহলে আপনি ও এখান থেকে ঘরে আয় করতে পারবেন প্রায় ৩০০ ডলার যা বাংলাদেশী টাকা হিসাব করলে দাড়াবে ২৪হাজার টাকার উপরে।

ফেইসবুক এডস ব্রেক থেকে আয় করার জন্য আপনাকে সম্পূর্ণ ইউনিক ভিডিও তৈরী করতে হবে। ইউটিউব এর মত প্রায় বলা চলে। তবে এখানে অনেক ধরাবাদা নিয়ম রয়েছে। একটু এদিক সেদিক হলে পরে আপনি সফল হতে পারবেন না। কিভাবে ফেইসবুক থেকে আয় করবেন তার জন্য নিচের ভিডিও টি দেখতে পারেন। আশা করছি উপকার হবে।

অনলাইনে আয় করার সহজ উপায় সার্ভে করা

অনলাইনে আয় করার সহজ একটি উপায় হল সার্ভে করে আয় করা। তবে বাংলাদেশে এই কাজটি অনেকটা জটিল । এটির বেশ জনপ্রিয়তা রয়েছে হল বাহিরের দেশগুলোতে । সাধারণত কতগুলো সাইট রয়েছে যেগুলো থেকে রেজিষ্টার করার পর আপনার কাছ থেকে তার ভিবিন্ন ধরনের ইনফরমেশন নিতে চাইবে তার বিনিময়ে আপনাকে তার কিছু ডলার পে করবে।

শুধুমাত্র সার্ভে করে বাংলাদেশে অনেকেই ৩০০ ডলার এর উপর আয় করে যাচ্ছে। তবে এই কাজটির অনেকটাই জটিল একটি কাজ। কারন এখানে মাঝে মাঝে আপনার আইপি পরিবর্তন করতে হয় না হয় বিপিএস কিনে কাজ করতে হয়্ । তবে সঠিক গাইড লাইন মেনে কাজ করতে পারলে এখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন।

সারসংক্ষেপ :

মূলত পক্ষে আমার কাছে এগুলো ই হল অনলাইনে আয় করার সহজ উপায়। এটা আমার নিজের ব্যাক্তিগত অভিমত। তবে কারুর কারুর ক্ষেত্রে তা ভিন্নতা ও থাকতে পারে। এখন আপনার বিষয় হল আপনি কোন বিষয় টি নিয়ে কাজ করতে চান। তবে যেকোন একটি বিষয় নিযে মনোযোগ দিয়ে কাজ শুরু করুন তাহলে আপনি সফল হবেন।

অনলাইনে ইনকামের হাজারো রাস্তা আছে সেখানে খেয়াল না রেখে যেকোন একটি সহজ উপায় আপনি বেছে নিন। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। তানা হলে আপনি কোনটা থেকেই ইনকাম করতে পারবেন না। এই ধরুন আমি , গত কয়েক বছর নস্ট করেছি শুধু অনলাইনের ইনকামের ভিবিন্ন উপায় নিয়ে তারপর বেছে নিয়েছে ইউটিউব এবং ব্লগিং।

এখন আমি অনেক ভাল আছি। তাই আপনাকে সঠিক একটি সহজ উপায় বের করতে হবে । যেই কাজটা করতে আপনার খুব ভাল লাগে সেই কাজটি ই করুন। এখানে ইনকাম বেশী , ওইখানে বেশী এরকম কারুর কথা কান না দিয়ে আজ থেকেই যেকোন একটি পথ বেছে নিয়ে কাজ শুরু করে দিন। দেখবেন ইনশাআল্লাহ আপনি সফল হবেন ই হবেন।